ভ্যাট অথবা ন'কাকা
লোকটার চোয়ালটা কাঠের,পাকস্থলি
লোহার
ও চাকা লাগানো পিঁড়েটায় বসে থাকে
ভ্যাটের পাশে।
জৈব
অজৈব
বর্জ্যের পাশে
গন্ধ
পায়না ও।
চিবিয়ে খায় সমস্ত এঁটো
এঁটোর
কথায় মনে পড়ল মনিমাসিমার কথা
মুড়ো
চিবিয়ে চিবিয়ে ....
শুকিয়ে যেত এঁটো
হাত
নকাকাকা ভালোবেসেছিল......
আমাকে
প্রেম শেখালো মাসি
বেকার
বামহাতি
বর্জ্য
সে রাতে পুলিশ হিঁচড়ে নিয়ে গেল ন
কাকা
কে
আমার বয়স
৯
ঘাসগুলো দুমড়ে মুচড়ে...
ভেজা
মাটিতে বুটের
দাগ
লোকটা
বর্জ্য
খায়
জৈব অজৈব
আবর্জনার সঙ্গে মিশে যায়
বাতাসে আর মাটিতে
লোকটি
অবিকল
ন’কাকার মতো দেখতে
লোকটার চোয়ালটা কাঠের,পাকস্থলি
লোহার
ও চাকা লাগানো পিঁড়েটায় বসে থাকে
ভ্যাটের পাশে।
জৈব
অজৈব
বর্জ্যের পাশে
গন্ধ
পায়না ও।
চিবিয়ে খায় সমস্ত এঁটো
এঁটোর
কথায় মনে পড়ল মনিমাসিমার কথা
মুড়ো
চিবিয়ে চিবিয়ে ....
শুকিয়ে যেত এঁটো
হাত
নকাকাকা ভালোবেসেছিল......
আমাকে
প্রেম শেখালো মাসি
বেকার
বামহাতি
বর্জ্য
সে রাতে পুলিশ হিঁচড়ে নিয়ে গেল ন
কাকা
কে
আমার বয়স
৯
ঘাসগুলো দুমড়ে মুচড়ে...
ভেজা
মাটিতে বুটের
দাগ
লোকটা
বর্জ্য
খায়
জৈব অজৈব
আবর্জনার সঙ্গে মিশে যায়
বাতাসে আর মাটিতে
লোকটি
অবিকল
ন’কাকার মতো দেখতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন