শার্লক
হোমস, ওরা তিনজন
১.
বিস্কুটের গায়ের লোম পিরিচে পড়ে আছে
সিগারেটের শেষাংশের পোড়ামুখ
মানুষের পরিচয় নেই
তিনটি কাঁচের গ্লাস, তলায় মদের দাগ
বলে দেয় ওরা ছিল তিনজন লোক
হয়তো ওদের সঙ্গে একটি কুকুর ছিল
চৌকাঠে টিনলেস নখের আঁচড়
২.
সমুদ্রপাড়ের
বালিতে একজোড়া রবারের জুতো
সামনে নিয়ে
বসে আছে একটি কুকুর
জুতোজোড়া
কার? কুকুরটি জানে... কাউকে বলে না
দূর
সমুদ্রের দিকে সে কেবল তাকিয়ে রয়েছে
কে তার
মুনিব?
লোকটি কি স্নানে নেমে ডুবে গেছে সাগরের টানে!
কুকুরটি সব
জানে, কাউকে বলে না
৩.
নদী খাল বনে
জঙ্গলে সারাদিন কাটিয়ে
ভূতুড়ে
সন্ধ্যা এলো। নির্জন মাঠে পথে হেঁটে আসতে
ভাবছি
-ভূত বিষয়টি
চূড়ান্ত ফেইক
ভূতুড়ে
সন্ধ্যেগুলো...ধূ ধূ মাঠ প্রান্তরে
একদিন ভূতের
সঙ্গে দেখাও হল না
অন্ধকার
থেকে কেউ তখনি আমাকে
বললো- তুই
একটা ভূত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন