সাকীর দ্বিতীয় ভাগ /১
রাত থেকে খাবার গড়িয়ে পড়ছে সাকী
দ্যাখো
আমাদের জিভ ও দাঁতের ইতিহাসে
থমকে
আছে, মৃত প্রাণীটির যৌনতা।
এক পিস মাংস কাটো। খাও।
তারপর, ওর প্রজননের শোকগুলো ব্রাশ ক’রে নাও।
প্রত্যেকটা চুমুর আগে ব্রাশ ক’রে নাও এই জন্ম, জন্মভূমি...
তোমার কোনো ভূমি নেই সাকী...
আকাশ মুততে মুততে কোনো পাখিই নেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন